কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেনসিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।২৫ এপ্রিল রাত সাড়ে বারোটার দিবকে‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর মাঠপাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল। অভিযানে ২৭ বোতল ফেনসিডিল (যাহার মূল্য আনুমানিক-২৭হাজার টাকা) আসামী মোঃ আমির হামজা (১৯)কে গ্রেপ্তোর করা হয়।
আসামী মোঃ আমির হামজা দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার মোঃ মশিউর রহমানের ছেলে।পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
জামাল//দৈনিক দেশতথ্য/এপ্রিল ২৬,২০২২//