নিজস্ব প্রতিবেদক : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৬ জুলাই ইং তারিখ দুপুর ১০.৩০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মাহফুজুর রহমান এবং জনাব সবুজ হাসান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসকের কার্যলায়, কুষ্টিয়া এর নেতৃত্তে¡ র্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুষ্টিয়া শহর এলাকায় করনা কালীন লকডাউন চলাকালীন দোকান খুলে মালামাল বিক্রী মালামাল বিক্রির করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেন আসামী ১। মধু (৪২), পিতা-বিষœপদ’কে ২০০/-টাকা, ২। আসামী তুহিন (৩২), পিতা-গোনাছার হোসেন’কে ৬০০/- টাকা, ৩। জনি (২৪), পিতা-মোহাম্মদ আলী’কে ৫০০/- টাকা, ৪। মোঃ সুমন (৩০), পিতা-তাজেম’কে ২০০০/-, উভয়ই ব্যবসা প্রতিষ্টান বড় বাজার, থানা-সদর, জেলা-কুষ্টিয়াদের’কে জরিমানা পূর্বক অব্যাহতি প্রদান করেন। যার মোবাইল কোর্ট মামলা নং-১৩৭,১৩৮,১৩৯,১৪০/২০২১, তারিখ ০৬-০৭-২০২১ ইং, ধারাঃ ১৮৬০ সালের পেনাল কোড আইনের ২৬৯ ধারা। উল্লেখ্য যে, এই ধরণের অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

Discussion about this post