Print Date & Time : 24 September 2025 Wednesday 8:04 pm

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে পলাতক গ্রেফতার

সিপিসি-১ (কুষ্টিয়া), র‌্যাব-১২ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাফি মালিথা (৪৮) গ্রেফতার।

গত ১০ সেপ্টেম্বর ২০০৬ ইং তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর হতে শরীরে ফেনসিডিল বহন করে বাসযোগে ঢাকা যাওয়ার পথে কালিয়াকৈর এলাকায় পুলিশের চেকপোস্টে গ্রেফতার হন দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সাফি মালিথা।

উক্ত ঘটনায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় সাফি মালিথার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০/০৬, ধারা ১৯৯০ সালের ১৯(১) এর ৩(খ)। উক্ত মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০১৫ সালে গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজা দিয়ে রায় প্রদান করেন। আটক হওয়ার পর প্রায় ৬ মাস জেল খেটে জামিনে মুক্তি পান সাফি মালিথা। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র‌্যাব-১২ এর অভিযানে গত রাত ১০.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন মন্ডলপাড়া এলাকা হতে উক্ত মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাফি মালিথা (৪৮), পিতা-ছলিমুদ্দিন মালিথা, সাং-ফিলিপ নগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করতঃ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য,৩০ জানুয়ারি ২০২৩