শিক্ষক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আজ কুষ্টিয়া সরকারি কলেজ মিলনায়তনে “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ।
বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোঃ আজমল গনি আরজু, কুষ্টিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল হক, কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আনসার হোসেন, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তারিকুর রহমান, আফসার উদ্দীন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ আবদুল করিম, কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, ঝাউদিয়া কলেজের অধ্যক্ষ নুরজাহান শারমিন, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ইখতেখারুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক সরকার, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নিসা সবুজ, কুষ্টিয়া কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা, ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস, উত্তর লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আফরোজ নাসরিন, শালদহ ৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সানআপ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী আলো, কুষ্টিয়া সিটি কলেজের অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীন, সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, সিনিয়র লেকচারার মোঃ আশাদুল হক, মোহাঃ রুহুল আমীন, কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক পারভিন আক্তার লাভলী প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়। সহকারী শিক্ষা পরিদর্শক ইলিয়াস কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা গ্রহণকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ মাওলানা আবদুল হালিম শরীফ, প্রখ্যাত রসায়ন শিক্ষক প্রফেসর আতিয়ার রহমান ও প্রাক্তন প্রধান শিক্ষক (প্রাথমিক) মুন্সী ফিরোজুর রহমান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এর আগে কুষ্টিয়া জেলার সকল শিক্ষকের পক্ষ থেকে শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
জা// দৈনিক দেশতথ্য, ২৭ অক্টোবর, ২০২২//

Discussion about this post