Print Date & Time : 3 July 2025 Thursday 7:05 am

কুষ্টিয়ায় শিশু ধর্ষন মামলায় আসামি গ্রেফতার

কুষ্টিয়া শহরের পিয়ারাতলা এলাকায় একটি কন্যা শিশু (৮) ধর্ষন মামলার এজাহার নামীয় প্রধান আসামী মিটন আলী (৫৩) নামে এক নৈশ প্রহরীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দুপুর ১২টায় র‌্যাব- ১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস ব্রিফিংএ জানান, ‘২১ মার্চ সন্ধ্যায় সদর থানাধীন পেঁয়ারাতলা এলাকায় ৮ বছর বয়সী দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে একই এলাকায় বসবাসকারী নাইট গার্ড মোঃ মিটন আলী (৫৩) বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে পাশর্^বর্তী মোল্লাতেঘরিয়া গ্রামে মিটন আলী তার পৈতৃক বাড়ি ক্যানাল পাড়ায় একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষন করে। এঘটনার পর আহত শিশুটি রাত ১১টার দিকে একটি রিক্সায় করে শিশুটির বাসায় পৌছে দেয় মিটন। বাড়িতে পৌঁছে শিশুটি সব ঘটনা বাবা-মাকে খুলে বলে। এঘটনায় গত ২২ মার্চ ২০২৩ তারিখ শিশুটির বাবা বাদি হয়ে নৈশ প্রহরী মিটন আলীর নামোল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার-৪৮, তারিখ-২২/০৩/২০২৩।

গ্রেফতার মিটন আলী(৫৩) সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া গ্রামের রওশন আলীর ছেলে এবং পেশায় একজন নৈশ প্রহরী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের মিটন শিশু ধর্ষনের কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেন র‌্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান। তাকে কুষ্টিয়া মডেল থানায় সৌপর্দ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৫ মার্চ ২০২৩