কুষ্টিয়ায় “দশ দিকেতে পড়ব লুটে” শ্লোগানকে ধারণ করে হ্যালো bdnews24.com এর আয়োজনে দুই দিনের শিশু সাংবাদিক কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় শহরের খেয়া রেস্তোরা সেমিনার কক্ষে বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম কুষ্টিয়ার প্রতিনিধি হাসান আলীর সভাপতিত্বে জেলার প্রবীন সাংবাদিক, বাংলাদেশ বার্তার প্রকাশক সম্পাদক, বিটিভির নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি ও লেখক আব্দুর রশিদ চৌধুরী এই কর্মশালা উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল, মিরপুর মাহামুদা চৌধুরী ডিগ্রী কলেজের শিক্ষক আশরাফুজ্জামান, লেখক সরকার মোঃ আখতারুজ্জামান হাফিজ সরকার ও মহিবুল হক।
উদ্বোধনকালে প্রবীন সাংবাদিক আব্দুর রশিদ চৌধুরী বলেন.‘নিবিড় অনুশীলন ও চর্চার মধ্যদিয়েই কেবল কোন বিষয়ে শিক্ষার গোড়া পত্তনকে দৃঢ় ও সমৃদ্ধি করে। এই বিবেচনায় দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম সারা দেশের শিশুদের যোগ্য বার্তা বাহক হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে তা সত্যিই একটা বৈপ্লবিক প্রচেষ্টা বটে। এই কর্মশালা থেকে অংশ গ্রহণকারী শিশুদের মধ্যেও সেই জাগরণ ঘটুক সেই প্রত্যাশা করছি’।
ইউনিসেফ’র সহযোগিতায় হ্যালো বিডি নিউজ ২৪ ডট কম’র উদ্যোগে দুদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক এ কর্মশালায় কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৮ বছর বয়সী ২০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সাংবাদিক আফরিন মিম। শনিবার বিকেলে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী এ কর্মশালা শেষ হবে।

Discussion about this post