Print Date & Time : 5 July 2025 Saturday 11:23 am

কুষ্টিয়ায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সফল ক্রীড়া ও সাংস্কৃতি ব্যক্তিত্ব শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছে গণপুর্ত বিভাগ কুষ্টিয়া। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরের শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন কুষ্টিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকোশলী মোঃ জাহিদুল ইসলাম। এসময় গণপুর্ত সিবিএর সভাপতি জিল্লুর রহমানসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও নানা আয়োজনে দিবসটি উদযাপন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন।