Print Date & Time : 5 July 2025 Saturday 12:15 am

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদরের কুমারগাড়ায় মটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছেন। মটরসাইকেল চালক নিহত আকিব হোসেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং পড়তো। আর বাইসাইকেল চালক নিহত সবুজ হোসেন কিয়াম মেটালে চাকরি করতেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে কলেজ ছাত্র আকিব হোসেন মটরসাইকেল চালিয়ে খাজানগর মাদরাসা পাড়ায় নিজের বাড়ি যাচ্ছিলেন। অন্যদিকে একই সময়ে কিয়াম মেটালে কাজ শেষে সবুজ বাইসাইকেল নিয়ে হড়রা মেটন গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। এসময় কুমারগাড়া এলাকায় ফুজি আইসক্রিম মোড়ে মটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ছিটকে পড়ে দুই জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে দুই জনেরই মৃত্যু হয়। হাসপাতালে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে মৃতদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//