নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড কুষ্টিয়ার শাখায় তারিকুল ইসলাম নামে একজনকে ১০ বছর মেয়াদের চেক হস্তান্তর করা হয়। গতকাল (মঙ্গলবার) ৩.০০ টার সময় কুষ্টিয়া শাখায় এ চেক হস্তান্তর করা হয়। এ সময় সন্ধানী লাইফ ইন্সুরেন্স এ জি এম নাসির উদ্দিন সরকার, বি,এম আমিন উদ্দিনসহ উক্ত অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় সন্ধানী লাইফ ইন্সুরেন্স এ জি এম নাসির উদ্দিন সরকার বলেন ১০ বছর মেয়াদে দুই লক্ষ টাকা বীমা মেয়াদ শেষে তিন লক্ষ বাহান্ন হাজার নব্বই হাজার টাকার একটি চেক প্রদান করা হয়েছে। এ বিষয়ে তারিকুল ইসলাম বলেন স্বল্প মেয়াদে অধিক মোনাফা পেয়ে অত্যান্ত খুশি এবং আগামীতে আরও বড় অংকে বীমা গ্রহণ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

Print Date & Time : 22 April 2025 Tuesday 11:35 am