নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক পরিচালিত দিগন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ২০২০-২০২১ সনের সমাপনী ও ২০১৯-২০২০ সনের কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ১৮ অক্টোবর ২০২১রোজ সোমবার বেলা ৩টায় স্থানীয় কোর্টপাড়া দিগন্ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কোচিং এর ভারপ্রাপ্ত মহা-পরিচালক মাহমুদুল্লাহ। প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া বিভাগের অধ্যাপক ড. গোলাম মাওলা। বিশেষ অতিথি ছিলেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া এর কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা মুহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় প্রধান সম্পাদক মুহাম্মদ আহসান হাবীব খান। এসময় বক্তব্য রাখেন ইসলামী ঐক্য আন্দোলনের জেলা আমীর মাষ্টার মোহাঃ আতিয়ার রহমান, জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম সায়েম। এছাড়া এসময় বক্তব্য রাখেন মোঃ মাহাদী, আপেল মাহমুদ, খালিদ সাইফুল্লাহ, মোহাঃ আনোয়ার, নাজমুস সাদাত, জুবায়ের খান, মোঃ আল-আমিন, আরিফুল ইসলাম, আল-ফাতা, জুলহাস, নাঈম। শেষে কৃতি ছাত্রদের ক্রেষ্ট ও কোচিংয়ে যারা ভাল রেজাল্ট করেছে তাদেরকে পুরষ্কৃত করা হয়।

Discussion about this post