Print Date & Time : 19 April 2025 Saturday 11:55 pm

কুষ্টিয়ায় সরকারি জমি দখলের অভিযোগ র‌্যাব সদস্যের বিরুদ্ধে

‘ক্রস ফায়ারের ভয় দেখিয়ে’ কুষ্টিয়ার ভেড়ামারায় সরকারি সম্পত্তি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক র‌্যাব সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ায় কর্মরত উপ-সহকারী প্রকৌশলী অসীম কুমার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভেড়ামার পৌর মেয়র ও থানায় লিখিত দরখাস্ত দিয়েছেন।

এছাড়া পানি উন্নয়ন বোর্ড-পাউবোর কুষ্টিয়ার কার্য-সহকারী ফয়সাল হোসেন ভেড়ামারা থানায় মামলা করেছেন।

তবে মামলার বাদী ফয়সালের অভিযোগ, র‌্যাব সদস্যের নাম বাদ দিয়ে পুলিশ এজাহার দিতে বলেছে।

ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, মারধর করে জোরপূর্বক অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট ব্লকের কার্য-সহকারী ফয়সাল হোসেন বাদী হয়ে দেওয়া এজাহার মামলা হিসেবে রেকর্ড হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন।

র‌্যাব সদস্য মো. এনামুলের নাম মামলা থেকে বাদ দেওয়ার বিষয়ে তিনি বলেন, র‌্যাব সদস্যের নাম মামলায় রাখতে হলে আদালতের অনুমতি নিতে হবে। সে ক্ষেত্রে মামলা নিতে বিলম্ব হবে। তাই তার নাম বাদ দিয়ে মামলা রেকর্ড করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, গত বুধবার [২১ জুন] বিকালে কে বা কারা ভেড়ামারায় জিকে প্রধান সেচখাল ও ডাকবাংলো সংলগ্ন সরকারি ভূ-সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখল করে দোকান ঘর নির্মাণ করছে সংবাদ পান পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার উপ-সহকারী প্রকৌশলী অসীম কুমার ও কার্য-সহকারী ফয়সাল হোসেন।

অভিযোগে বলা হয়, খবর পেয়ে অসীম কুমার ও ফয়সাল হোসেন ঘটনাস্থলে হাজির হন এবং দোকান নির্মাণ কাজ বন্ধ রাখার অনুরোধ করেন। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মচারী-কর্মকর্তাকে দেখে আচমকা শহিদুল মিস্ত্রী ও এনামুলসহ আরও ২/৩ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের উপর হামলা করেন এবং উপর্যুপরি মারধর করতে শুরু করেন।

ফয়সাল হোসেন সাংবাদিকদের বলেন, “এনামুল হক তার অপর সহযোগীসহ আমাকে মারধর করছিলেন, আর ভয় দেখাচ্ছিলেন – ‘তুই আমাকে চিনিস? তোকে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিলে কিছুই হবে না’। এই বলে বেধড়ক মারধর করতে থাকেন।

“উপ-সহকারী প্রকৌশলী অসীম কুমার কাজ বন্ধের অনুরোধ করলে তাকে আটকে রাখেন এনামুল।”

এ বিষয়ে র‌্যাব-৮ এ কর্মরত ভেড়ামারা উপজেলার ফারাকপুর জিকে কলোনি সড়কের বাসিন্দা প্রয়াত বাল্লেক মিস্ত্রির ছেলে মো. এনামুল হকের (৪০) সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

তবে তার বিষয়ে তথ্য জানতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খাঁনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এনামুল হক র‌্যাব-৮ এ কর্মরত, বর্তমানে তিনি আট দিনের ছুটিতে আছেন।

তার বিরুদ্ধের অভিযোগ বিষয়ে এই র‌্যাব কর্মকর্তা বলেন, “এনামুল যদি র‌্যাবের পরিচয় ব্যবহার করে ভয় ভীতি সৃষ্টি করে, তাহলে যদি কোনো ভুক্তভোগীর লিখিত অভিযোগ থাকে, আমার কাছে দিতে পারেন। আমি সংশ্লিষ্ট বিভাগীয় দপ্তরে সেটি প্রেরণের ব্যবস্থা করবো।”

প্রশাসনে অভিযোগের বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, “সরকারী জমিতে অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দেওয়ায় পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেগ গ্রহণের জন্য আইনশৃংখলা বাহিনীকে অনুরোধ করেছি।”

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভেড়ামারা অঞ্চলে বিস্তীর্ণ জমি নানাভাবে স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে নানা অবকাঠামো গড়ে তুলছে।

“এ সবের বিরুদ্ধে একাধিকবার উচ্ছেদ চালানো হলেও কিছুদিন পর আবার তারা আমাদের জায়গায় ঘর নির্মাণ করে। এ সবে বাধা দিলেই তারা আমাদের কর্মকর্তা কর্মচারীদের উপর চড়াও হয়ে হামলা ও মারধর করে।

“গত বুধবারও সেই একই ঘটনা ঘটেছে। এ ষিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে এবং ভেড়ামারা থানায় মামলা দেওয়া হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ জুন ২০২৩