Print Date & Time : 22 July 2025 Tuesday 1:19 pm

কুষ্টিয়ায় সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ০১ বছরের সশ্রম কারাদন্ড ও ০৪ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামি গ্রেফতার।

১০ জুলাই বিকাল ৫টায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন মজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১০ জুলাই ২০২৩ ইং তারিখ বিকাল ০৫:০৫ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মজমপুর এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার ইবি থানার সিআর নং-৪১/১৩, সেশন ৭৮৫/১৩ এর ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ০৪ লক্ষ টাকা জরিমানাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইব্রাহিম হোসেন (৪১), পিতা-হারেজ আলী মিয়া, সাং-বিষ্ণু দিয়া, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ইবি থানায় হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ জুলাই ২০২৩