কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে সর্বস্তরের সাংবাদিকরা মৌন মিছিল করেছে।
১৭তম দিনে কুষ্টিয়ার আটটি সাংবাদিক সংগঠনের উদ্যোগে শহরে এ মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাব চত্বরে কুষ্টিয়া প্রেসক্লাব, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি), সাংবাদিক অধিকার ফোরাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন ও অনলাইন প্রেসক্লাবসহ আটটি সাংবাদিক সংগঠন ও সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে পৃথক পৃথকভাবে একাত্মতা ঘোষণা করে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে।
এ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে এসে শেষ হয়। এখানে এক সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে গঠিত সর্বস্তরের সাংবাদিকদের সংগঠনের আহ্বায়ক ও জেলা এডিটরস্ ফোরামের সভাপতি মুজিবুল শেখ। সমাবেশে আগামী রবিবার কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা করা হয়।
এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক নুর আলম দুলাল এবং কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কুষ্টিয়ার ৮টি সাংবাদিক সংগঠন পৃথক পৃথক ব্যানারে তারা প্রতিবাদ জানিয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই কুষ্টিয়া শহরের এনএস রোডের বাবর আলী গেট এলাকায় নিজ পত্রিকা অফিসে কাজ করার সময় একটি ফোন কল আসলে অফিস থেকে বের হয়ে যান রুবেল। পরে ৭ জুলাই দুপুরে কুমারখালীর গড়াই নদীতে নির্মাণাধীন যদুবয়রা সেতুর নিচ থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
দৈনিক দেশতথ্য//এল/