Print Date & Time : 9 September 2025 Tuesday 1:05 am

কুষ্টিয়ায় সাংবাদিক হত্যায় কেজেএফডির উদ্বেগ!

:

কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) লাশ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা (কেজেএফডি)। নেতৃবৃন্দ অবিলম্বে রুবেলের ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা(কেজেএফডি) দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মনির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
শুক্রবার (৮ জুলাই) কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি রেজোয়ানুল হক ও ভারপ্রাপ্ত মহাসচিব আইয়ুব আনসারী এক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রুবেলের হত্যার রহস্য দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ এবং গণমাধ্যমে আতঙ্ক সৃষ্টি করবে যা সাংবাদিক সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে।

এ ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়াসহ এ ধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে কেজেএফডি।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৭,২০২২//