কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় তিনদিন ব্যাপি সাইদুর রহমান চৌধুরী স্মৃতি ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) রাত ৮ টায় চূড়ান্ত পর্বে রিপন- পাপ্পু ও মেহদী – সাইদ গ্রুপের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা পূর্ণ খেলায় রিপন – পাপ্পু গ্রুপ ২-১ সেটে মেহদী – সাইদকে পরাজিত করে ফাইনালে ট্রফি জিতে নেয়।প্রতি্যোগীতার শ্রেষ্ঠ দর্শক এর পুরস্কার পান দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার। কাবুল চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন আয়কর উপদেষ্টা এম মাহাফুজ হোসেন মুকুল, বিশেষ অতিথি ছিলেন মোঃ শহিদুল্লাহ মুক্তা, বিশিষ্ট ক্রীড়াবীদ গোলাম কিবরিয়া, সমাজ সেবক শহিদুল আলম, দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এম, এ, খালেক, শিক্ষানুরাগী নাহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুম সাইদুর রহমান চৌধুরী একজন শিল্পপতি, সফল নাট্যকার ও সমাজসেবক উল্লেখ করে তাঁর জীবনীর উপর অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই এই স্লোগানে সহমত প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চঞ্চল চৌধুরী। এসময় আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথি ও দর্শকদের আপ্যায়ন করা হয়।
দৈনিক দেশতথ্য//এল//