কুষ্টিয়ায় র্যাবের অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত ০১ জন আসামি গ্রেফতার করা হয়েছে। ২৭ আগষ্ট সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি অভিযানিক দল ২৭ আগষ্ট সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেলার সদর থানার কমলাপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
ওই অভিযানে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলা নং-১৪, তারিখ ১২ জানুয়ারি ২০১৩, জিআর-৩৭/১৩, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) টেবিলের ৭(ক) ধারায় ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ০৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড সহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোছাঃ জেসমিন (৫০), স্বামী-আঃ কাদের, সাং-কালুয়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ আগষ্ট ২০২৩

Discussion about this post