কুষ্টিয়ায় বিষাক্ত সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) ও তার ৭ মাস বয়সী কন্যা সন্তান নুসরাত জাহানের মৃত্যু হয়েছে।
নিহতরা কুষ্টিয়া সদরের কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইব্রাহীমের স্ত্রী ও তার মেয়ে।
কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যন আনিসুজ্জামান ঝন্টু জানায়, বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ শয়ন কক্ষে শুয়ে ছিলেন আয়েশা ও তার শিশু সন্তান। এসময় তাদের দুই জনকে বিষাক্ত সাপ কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়। মাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে তারও মৃত্যু হয়।
পরে গ্রামবাসী ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার করে। এমন কষ্টদায়ক ঘটনায় ভবানীপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post