Print Date & Time : 10 May 2025 Saturday 8:46 pm

কুষ্টিয়ায় সার গুদামের শ্রমিকদের মজুরি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার:কুষ্টিয়ায় শ্রমিকদের সার লোডিং এর পারিশ্রমিক ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার চৌঁড়হাসে বিএডিসির সার দপ্তরে এ্যাসাসিয়শনের এই সিদ্ধান্তের কপি শ্রমিকদের কাছে হস্তান্তর করেন এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
শ্রমিকদের আবেদনের পেক্ষিতে গত ২৩ আগস্ট কুষ্টিয়া জেলা বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সভায় শ্রমিকদের সার লোডিং এর পারিশ্রমিক ২০ টাকা বৃদ্ধি করে প্রতি টন ৮০ টাকা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিএডিসি আঞ্চলিক সার দপ্তরের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক মহিউদ্দিন মিয়া, ডিএডি শিশির কুমার বিশ^াস, জেলা বিএডিসি বীজ সার ডিলার এ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম সিদ্দিক, সাধারণ সম্পাদক এ এম জুবায়েদ রিপন, যুগ্ম সম্পাদক এম জেড সাঈদী সাগর, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, কোষাধ্যক্ষ আশরাফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাকিম, নির্বাহী সদস্য নজরুল ইসলাম নজু, রফিকুল ইসলাম আবু, শ্রমিক ঠিকাদার সোলেইমান হোসেনসহ কর্মরত শ্রমিকরা। আগামী ২৮-০৮-২০২২ইং তারিখ থেকে নতুন পারিশ্রমিক কার্যকর হবে বলে জানান এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বিএডিসির আঞ্চলিক সার গুদামে শ্রমিকরা দীর্ঘদিন ধরে প্রতি টন ৬০ টাকা হিসেবে সার লোডিং করে আসছিল।

দৈনিক দেশতথ্য//এল//