Print Date & Time : 21 August 2025 Thursday 6:35 pm

কুষ্টিয়ায় সিজিবির ঈদ সামগ্রী বিতরণ

কুষ্টিয়ায় সিজিবির ঈদ সামগ্রী বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি: ঈদের আনন্দ ভাগ করি, গরিব-দুখি সবার সাথে” এই চেতনাকে সামনে রেখে পরিবেশবাদী সংগঠন “ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন” এবং সামাজিক সংগঠন “গরিব ফাউন্ডেশন” এর ব্যবস্থাপনায় ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ, সিজিবি কুষ্টিয়া ইউনিটের তত্ত্বাবধানে কুষ্টিয়ায় গরিব-অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার কুষ্টিয়া সদর উপজেলাধীন ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় এলাকার অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়। উপহার হিসেবে খাদ্য সামগ্রী, যেমন: পোলাউ চাল, ডাল, সেমাই, চিনি, সাবান, ডিটার্জেন্ট পাউডার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান প্রকৌশলী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উত্তম কুমার বিশ্বাস ও সভাপতিত্ব করেন সিজিবি কুষ্টিয়া ইউনিটের প্রধান সমন্বয়ক মোঃ মিরাজুল ইসলাম (মিরাজ) এছাড়াও অন্যান্য সমন্বয়কবৃন্দ।
প্রধান অতিথি প্রকৌশলী নজরুল ইসলাম সিজিবির মূল লক্ষ্যের কথা উল্লেখ করে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন যে, আমাদের সুস্থভাবে বাঁচতে হলে পরিবেশের উপাদানগুলো যেমন বায়ু, পানি, মাটি, প্রাণীকুল ইত্যাদি রক্ষণাবেক্ষণের প্রতি সচেতন থাকতে হবে । তিনি আরো বলেন আনন্দ একা একা হয়না, ঈদের আনন্দ গরিব দুখী সবার সাথে ভাগ করে নেয়ার যে উদ্যোগ সিজিবি ও গরীব ফাঊন্ডেশন হাতে নিয়েছে তাতে আমি অত্যন্ত আনন্দিত। আমি সংগঠন দুটির সফলতা কামনা করি। ভবিষ্যতে এমন কাজ ধরে রাখতে সংগঠনের প্রতি আহবান জানান।
বিশেষ অতিথি বাবু উত্তম কুমার বিশ্বাস তার বক্তব্যে বলেন যে, ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন এবং গরিব ফাউন্ডেশনের কর্তৃক গৃহিত ইতোপূর্বের সকল কার্যক্রমের প্রশংসা করেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব তুলে ধরে বলেন যে, আমাদের দেশে উষ্ণতা বেড়ে যাবার প্রধান কারন হলো দেশে বনায়নের পরিমাণ প্রয়োজনের তুলননায় অর্ধেকে নেমে আসা, আর এই উষ্ণতার বাড়ার ফলে দেশে সময় মতো বৃষ্টিপাত কমে গিয়েছে, অসময়ে বন্যা হয়ে কৃষকের ফসলের অনেক ক্ষতি হচ্ছে, আমাদের মাঝে রোগ বালাই এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষনের কারণে। তাই পরিবেশ রক্ষায় আমাদের বনায়নের পরিমাণ বাড়াতে হবে। আমাদের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমরা অনেক পরকার রোগবালাই থেকে মুক্ত থাকতে পারবো। জনগণের দোরগোড়াই ঈদ উপহার বিতরণের পাশাপাশি জনগনকে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির জন্য যে মহতী উদ্যোগ সিজিবি গ্রহণ করেছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সিজিবি কুষ্টিয়া ইউনিট এর প্রধান সমন্বয়ক বলেন যে, গত তিন বছর থেকে সারাদেশে সিজিবি-জিএফ ১৩ টি শাখার মাধ্যমে গরিব মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এ বছর আমরা এক হাজার পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করছি। তিনি এ সময় উল্লেখ করেন যে করেন যে, কেন্দ্রীয় ইউনিট সিদ্দ্বান্ত নিয়েছে যে এ বছর থেকে তারা নলকুপ ও টয়লেটহীন পরিবারকে নলকুপ ও টয়লেট স্থাপন করে দিতে একটি কর্মসূচি গ্রহণ করেছেন। এ সময় তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
২০১৯ সাল থেকে উক্ত সংগঠনের সামাজিক আন্দোলন “ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ সংক্ষেপে ‘সিজিবি সারাদেশে নিয়মিত স্কুল-কলেজ পরিচ্ছন্নতা এবং সামাজিক সবুজায়ন কর্মসূচি পালন করছে। অপরদিকে “গরিব ফাউন্ডেশন” ২০১৫ সাল থেকে সারাদেশে গরিব ছাত্রদের শিক্ষাবৃত্তি, অসুস্থ ও হতদরিদ্রদের চিকিৎসা ব্যয়, খাদ্য সামগ্রী বিতরণ, শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ মানবিক কাজ পরিচালনা করে আসছে।
জামাল, ২মে,২০২২