Print Date & Time : 11 May 2025 Sunday 3:12 am

কুষ্টিয়ায় সেতু সংস্থার আয়োজনে শাড়ী-লুঙ্গি বিতরণ

কুষ্টিয়ায় সেতু সংস্থার আয়োজনে শাড়ী-লুঙ্গি বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় কুষ্টিয়ায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
সেতু সংস্থার আয়োজনে মিরপুর উপজেলার হাজরাহাটি এলাকায় শনিবার সকালে এসব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেতু’র সাবেক সভাপতি মোঃ ওমর আলী, সেতু সাধারণ পরিষদের সদস্য মোঃ শহীদুল ইসলাম, মোঃ সামসুদ্দিন বিশ্বাস, সেতু’র হাজরাহাটী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, ছাত্রলীগে নেতা শাহীন আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে যাদের কাপড় ক্রয় করার সামর্থ্য নেই তাদের জন্যে এ উদ্যোগ। যাতে ঈদের দিন নতুন কাপড় পরতে পারে। পরে হতদরিদ্র ও অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়।
জামাল, ৩০ এপ্রিল,২০২২