ডাঃ কামরুল ইসলাম মনা ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গিয়াস উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার (০৩ জানুয়ারী) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রাজজ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের পিপি অনুপ কুমার নন্দী। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি গিয়াসউদ্দিন ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন এর পাটুয়াকান্দি গ্রামের মৃত ঈমান আলীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৩ সালের ১৭ অক্টোবর রাত ১ টার দিকে মাফলার দিয়ে স্ত্রী আমেনা খাতুন (৩৭) কে হত্যা করে স্বামী গিয়াসউদ্দিন। হত্যাকান্ডের দিনই এলাকাবাসী স্বামী গিয়াসউদ্দিন কে আটক করে ভেড়ামারা থানা পুলিশের হাতে তুলে দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এ ঘটনায় ২০১৩ সালের ১৮ অক্টোবর নিহতের ভাই লিটন শেখ বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তারপর আদালত সাক্ষ্য প্রমাণ শেষ করে গতকাল ৩ জানুয়ারি মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন এবং আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, স্ত্রীকে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি গিয়াসউদ্দিন কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Print Date & Time : 6 July 2025 Sunday 5:52 am