কুষ্টিয়ায় স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার অনুমোদন হয়েছে।গতকাল ১ অক্টোবর রবিবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক নতুন এ স্থানীয় পত্রিকা দৈনিক খবরওয়ালর অনুমোদন দেন, এসময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা দৈনিক খবরওয়ালা পত্রিকার অনুমোদন পত্র তুলে দেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক সুফি ফারুক ইবনে আবুবকরের হাতে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়াদুদ ,কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর,কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী মাহাবুবুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, দৈনিক খবরওয়ালা পত্রিকাটির সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরূপ মুন্সী কুষ্টিয়া প্রেসক্লাবের ক্রীড়া ও সমাজকল্যাণ বিষয় সম্পাদক নিজাম উদ্দিন,কুষ্টিয়া জর্জ কোর্টের অ্যাডভোকেট আব্দুর রউফ, দৈনিক আলোকিত বাংলাদেশের কুষ্টিয়া প্রতিনিধি এ এইচ এম আরিফ, নয়া দিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি নুরুল কাদের, দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক খবর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন, জি লাইভ কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার আলেক চাঁদ প্রমুখ
এসময় জেলা প্রশাসক এহেতেশাম রেজা নতুন স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকাটির প্রকাশক, সম্পাদক সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ অক্টোবর ২০২৩

Discussion about this post