Print Date & Time : 11 May 2025 Sunday 4:15 am

কুষ্টিয়ায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ

কুষ্টিয়ায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ
কুষ্টিয়া: কুষ্টিয়ার অন্যতম সামাজিক সংগঠন স্বপ্ন প্রয়াস যুব সংস্থার উদ্যোগে ইফতার প্যাকেট বিতরণ করা হয়েছে।
গতকাল বিকেলে শহরের আফু চেয়ারম্যান এর গলিতে (স্বপ্ন প্রয়াস যুব সংস্থার প্রধান কার্যলয়) এই ইফতার প্যাকেট বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি সাদিক হাসান রহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান, দৈনিক কুষ্টিয়া ও দ্য কুষ্টিয়া টাইমসের সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরফিন, সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক এ্যাড. মুহাইমিনুর রহমান পলল, ইকোনমি কুষ্টিয়ার চেয়ারম্যান সাংবাদিক এস এম জামাল, সংগঠনের সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক, উপদেষ্টা সদস্য আসিফ মুতবা,সহ-সভাপতি ফারসা নাহার নৌশি ও মো রিফাত, উজ্জ্বল শেখ, তানজিল, রাহল,সাব্বির, রবিউল ইসলাম রাহুল, রাব্বি, চমক, সাব্বির রহমান, হাসিবুল ইসলাম,সায়ম, রাহুল রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কুষ্টিয়ায় স্বপ্ন প্রয়াস যুব সংস্থা একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে, এবং একটি মানব কল্যাণমুখী সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করে আসছে। সংগঠনটি ইতোমধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়েছে।
জামাল, ৩০ এপ্রিল,২০২২