Print Date & Time : 4 July 2025 Friday 6:14 pm

কুষ্টিয়ায় স্বর্ণ পাচারকারী গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে প্রায়৫২ ভরি স্বর্ণালংকারসহ এক স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১টার দিকে পোড়াদহ রেল স্টেশন থেকে ক্ষুদিরাম বিশ্বাস নামে স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ক্ষুদিরাম খোকসা এলাকার বাসিন্দা।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) মনজের আলী বলেন, স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার প্রায় ৫১ ভরির বেশি স্বর্ণ পাওয়া যায়। গ্রেফতারকৃত ক্ষুদিরাম বিশ্বাস পাংশা থেকে ট্রেন যোগে পোড়াদহ রেল স্টেশনে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে কাল আদালতে প্রেরণ করা হবে।

দৈনিক দেশতথ্য//এল//