Print Date & Time : 21 August 2025 Thursday 10:27 am

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

হুমায়ুন কবির হিমু, মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দিপু চন্দ্র (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ ১৮ মার্চ শুক্রবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ মশান বাজারের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু চন্দ্র নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকার নরেশ চন্দ্রের ছেলে।

জানা গেছে, পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ডিমবোঝায় পিক-আপ ভ্যান কুষ্টিয়ার দিক থেকে আসা একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সিএনজির দুই যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিপু চন্দ্রের মৃত্যু হয়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//