Print Date & Time : 7 May 2025 Wednesday 3:30 am

কুষ্টিয়ায় হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেফতার

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এর নেতৃত্বে একটি দল ২৭ এপ্রিল রাত
০৮:১০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া সদরের থানাধীন চর মিলপাড়া এলাকায়’’ একটি অভিযান করে।

ওই অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানার হত্যা চেষ্টা মামলার (নং-৫৩ তারিখঃ ২৭ এপ্রিল ২০২৩ ইং,) এজাহার নামীয় আসামি মোঃ সিয়াম (১৮), পিতা-মোঃ ইবরা, মোঃ ইবরা (৪৮), পিতা-হাসেম শরিফ, উভয় সাং-উত্তর চর মিলপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৭,২০২৩//