কুষ্টিয়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার করা হয়েছে। গত ০৮ আগষ্ট ২০২৩ তারিখ রাত অনুমান ০২:০০ ঘটিকার সময় মোঃ হাসিবুর রহমান, পিতা-মোঃ হেদায়েত মিয়া, সাং-জুনিয়াদহ মসজিদ পাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া এর বাড়িতে অজ্ঞাতনামা একজন লোক বাড়ির প্রাচীর টপকায়ে ভিতরে ঢুকে ঘরে প্রবেশ করে।
হাসিবুলের স্ত্রী সানজিদা খাতুন (১৯) অজ্ঞাতনামা ব্যক্তিকে দেখে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সানজিদা খাতুন এর জেগে থাকার শব্দ শুনে অজ্ঞাত ব্যক্তি বাহির হইয়া যায়। ঘটনার সময় সানজিদা খাতুন এর স্বামী হাসিবুর রহমান ঢাকায় কর্মস্থলে ছিলেন। উক্ত সংবাদ পেয়ে গত ০৯ আগষ্ট ২০২৩ তারিখ সকাল বেলা হাসিবুর রহমান বাড়িতে আসেন এবং তাহার স্ত্রীকে জিজ্ঞাসা করেন রাতে যে ব্যক্তি ঘরে ঢুকেছিল তার ছবি দেখালে চিনতে পারবে কি না? উত্তরে তার স্ত্রী বলল হ্যাঁ ছবি দেখলে চিনতে পারবো। এরপর হাসিবুর রহমান ভিকটিম মোঃ আকরাম(২২), পিতা-মোঃ লালন মিয়া, সাং-জুনিয়াদহ মসজিদ পাড়া, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া এর ছবি তুলে তার স্ত্রীকে দেখাইলে তাহার স্ত্রী সানজিদা খাতুন ছবির লোকটি আকরাম গত ০৮ আগষ্ট ২০২৩ তারিখ দিবাগত রাতে ঘরে ঢুকিয়াছিল বলে মর্মে সনাক্ত করে।
এ ঘটনার প্রেক্ষিতে গত ১০ আগষ্ট ২০২৩ তারিখ দুপুর অনুমান ০২:০০ ঘটিকার সময় আসামিগণ আরও কয়েকজন মিলে মোঃ আকরামকে ধরে নিয়ে হাসিবুলের বড়িতে নিয়ে যায় এবং সেখানে একটি আম গাছের সাথে হাত-পা বেঁধে হকেস্টিক, স্ট্যাম, ও বাঁশের কুঞ্চি দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করিলে আকরাম অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে আশপাশের লোকজন এবং আকরামের পরিবার তাকে গুরুতর অসুস্থ অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে একই দিনে রাত অনুমান ১১:৫০ ঘটিকার সময় নিজ বাড়িতে মারা যায়।
উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহতের বাবা বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-৬/১৩৯, তারিখ-১২ আগষ্ট ২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। উক্ত হত্যাকান্ডের বিষয় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা সহ ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে সমস্ত জেলা তথা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলশ্রæতিতে, মামলার পলাতক আসামিদের গ্রেফতারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post