Print Date & Time : 12 July 2025 Saturday 11:38 am

কুষ্টিয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার ০৪ জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।

১৪ মে রবিবার দুপুর ২টায় কুষ্টিয়া জেলার সদর থানাধীন ফুলবাড়ীয়া গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

জানা যায়, গত ০২ মে ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শাহাপুর গ্রামে মোঃ জাকির হোসেন(৫০) নামের এক ব্যক্তিকে জমি-জমা ও পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে দৌলতপুর থানায় ১৬ জনের নাম উল্লেখসহ ৭/৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-১২, তারিখঃ ০৩ মে ২০২৩, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১৪ মে ২০২৩ ইং তারিখ দুপুর ০২:১০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ফুলবাড়ীয়া গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে হত্যা মামলার ০৩ জন এজাহারনামীয় আসামি ক) মোঃ লালু(৪৫), পিতা-মৃত আনছার মন্ডল, খ) মোঃ রাসেল(২৫), পিতা-মোঃ লালু, উভয় সাং-শাহাপুর, গ) মোঃ ফারুক হোসেন(৩৬), পিতা-ছলিম মন্ডল, সাং-কল্যানপুর মন্ডলপাড়া এবং ০১ জন সন্দিগ্ধ আসামি ঘ) মোঃ সোহেল রানা (২৪), পিতা-মোঃ লালু, সাং-শাহাপুর, সর্ব থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদের’কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ মে ২০২৩