কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধার ছেলে মোঃ সেন্টু আলী @ বাটুল হত্যা মামলার প্রধান আসামি সহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া এবং র্যাব-৪ সিপিসি-১ মিরপুর।
গত ২১ জুন সন্ধ্যায় দৌলতপুর উপজেলার বাগোয়ান টেনশন মোড়স্থ ভোরের আলো ক্লাবের সামনে বাগোয়ান গ্রামের মোঃ সেন্টু আলী @ বাটুল (৩৯)কে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন হত্যা করে। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে পরপর তিনবার নির্বাচিত মেম্বার মোঃ হাসিবুর রহমান এর সাথে বর্ণিত মোঃ সেন্টু আলী @ বাটুল (৩৯) ইউপি সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বদ্বীতা হেরে যায়। এরপর থেকে দুই পরিবারের মধ্যে বিরোধ শুরু হয়।
নির্বাচনের পর থেকে বর্ণিত হত্যাকান্ডের পূর্ব পর্যন্ত উভয় পক্ষের মধ্যে একাধিক মারামারি/কোপাকুপির ঘটনায় উভয় পক্ষ একাধিক মামলা করে। এরই ধারাবাহিকতায় মোঃ হাসিবুর রহমান মেম্বার তাহার আপন ভাইদের সহ আত্মীয়-স্বজন/দলীয় লোকজন নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র সহ হত্যাকান্ডের পূর্বে বাগোয়ান টেনশন মোড় এলাকায় উপস্থিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড সংঘটন করে।
এরপর র্যাব গত ৬ জুলাই দুপুরে পাইকপাড়া, মিরপুর, ঢাকা এলাকা হতে বর্ণিত হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামী মোঃ মিজানুর রহমান (৫৩) এবং তার ভাই ২নং আসামি মোঃ হাসিবুর রহমান (৪৭), উভয় পিতা-মৃত রওশন জালাল, সাং-বাগোয়ান টেনশন মোড়, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ জুলাই ২০২৩

Discussion about this post