Print Date & Time : 11 May 2025 Sunday 9:26 pm

কুষ্টিয়ায় হত্যা মামলার ০২ আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার ০২ জন সন্দিগ্ধ পলাতক আসামি মোঃ জাবেদ আলী(৪০), পিতা-সাহেব আলী, সাং-ইসলামপুর এবং মোঃ রাসেল(২৬), পিতা-মোঃ আমজাদ মন্ডল, সাং-চর সাদিপুর, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়’কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ০৮ মে ২০২৩ ইং তারিখ সকাল ০৫:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা নাম্বার-৩৮, তারিখ-২৩ ফেব্রæয়ারি ২০২২ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর ০২ জন সন্দিগ্ধ পলাতক আসামি মোঃ জাবেদ আলী এবং মোঃ রাসেল(২৬) কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডি কুষ্টিয়ার নিকট হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৮ মে ২০২৩