কুষ্টিয়ায় হত-দরিদ্র কার্ডধারীদের স্বল্প মূল্যে টিসিবি পন্য চাল,ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ( ২৯ জুলাই) বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কুষ্টিয়া সদর উপজেলার ৪৮৫ জন উপকারভোগীর প্রত্যেক পরিবার প্রতিমাসে একবার স্বল্প দামে এই টিসিবি পন্য পাবেন।
এউপলক্ষ্যে সকাল ১১ টায় কুষ্টিয়া পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, দেশের হত-দরিদ্র জনগোষ্ঠিকে খাদ্য সহয়তা দিতে সারা দেশে বাজার দরের তুলনায় অনেক কম দামে টিসিবি পন্য বিতরণ করা হচ্ছে।
এটি সরকারের খাদ্যবান্ধব বিশেষ কর্মসূচী। স্থানীয়ভাবে কার্ডধারীরা প্রতিকেজি ৩০ টাকা দরের ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও প্রতিকেজি ৬০ টাকা দরে ২ কেজি মশুরের ডাল পাবেন। কার্ডধারী উপকারভোগীকে নিজ নিজ এলাকার ডিলারের কাছ থেকে প্রতিমাসে তাদের বরাদ্ধ টিসিবি পন্য বুঝে নেওয়ার তাগিদ দেন সিনিয়র সচিব। স্বচ্ছতা ও জবাবদিহিতার এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে তিনি নির্দেশ দেন। পন্য বিতরণে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট দবির উদ্দিন,ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম প্রমূখ।
টিসিবি পন্য হাতে পেয়ে হত-দরিদ্র নিজাম উদ্দিন জানান, কম দামে এইসব নিত্যপন্য পাওয়ায় তিনি খুশী। সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচীর পরিধি বাড়িয়ে তা সারা বছর চলমান রাখার দাবী জানান তিনি। উল্লেখ্য, কুষ্টিয়া জেলার ৬টি উপজেলার ৯০ হাজার হত-দরিদ্র কার্ডধারী পরিবার প্রতিমাসে বাজার দরের চেয়ে কম দামে টিসিবি’র ৫ কেজি চাল, ২ কেজি ডাল ও ২ কেজি সয়াবিন তেল নিতে পারবেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৯ জুলাই ২০২৩