Print Date & Time : 1 July 2025 Tuesday 11:38 pm

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া ২৯ টি মোবাইল ফোন খুঁজে দিল পুলিশ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৯ টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৪৯ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে
বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত এসব মোবাইল এবং বিকাশ প্রতারণার উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো: খাইরুল আলম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রাজিবুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট কুষ্টিয়ার ইনচার্জ মোঃ আনিসুল ইসলাম ইনচার্জ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন ।
পুলিশ সুপার মো: খাইরুল আলম এসময় সকলের উদ্দেশ্যে বলেন, মোবাইল হারিয়ে অথবা চুরি হয়ে গেলে থানায় জিডি কিংবা মামলা করতে হবে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হলে তথ্য প্রযুক্তির সাহায্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

দৈনিক দেশতথ্য//এল//