Print Date & Time : 2 July 2025 Wednesday 2:27 am

কুষ্টিয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার মতবিনিময় সভা আজ ১৯ অক্টোবর বুধবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি মো: রফিকুল আলম টুকু-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: আবদুল মোমেন, সহকারী পরিচালক ডা: মো: নাসির উদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডা: আশরাফুল আলম, সনাক সহ-সভাপতি হালিমা খাতুন, মিজানুর রহমান লাকী, সদস্য খোন্দকার আমানুল্লাহ, তাহমিনা চৌধুরী, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো: রায়হানুল ইসলাম প্রমুখ।

সনাক এর উদ্যোগে আয়োজিত সভায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: আবদুল মোমেন বলেন, বর্তমানে রোগীর সংখ্যা হাসপাতালের ধারন ক্ষমতার চেয়ে অনেক বেশি। এরপরও চিকিৎসক, নার্স সকলে রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করবার জন্য কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। সনাক সভাপতি মো: রফিকুল আলম টুকু টিআইবি’র পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্পের কার্যক্রম পরিকল্পনা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার মানউন্নয়নে উক্ত প্রকল্পের মাধ্যমে সনাক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। হাসপাতালের সকল কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে।

জা//দৈনিক দেশতথ্য//১৯ অক্টোবর ২০২২//