নিজস্ব প্রতিবেক: র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল গত ৩১ আগস্ট ২০২১ ইং তারিখ সময় রাত ০১.০০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন খাজানগর গ্রামস্থ জনৈক মোঃ আলী জিন্নাহ এর মালিকানাধীন চার তলা ভবনের চতুর্থ তলায় ধৃত আসামী সুমন এর শয়ন কক্ষে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবা- ৩৫৪ (তিনশত চুয়ান্ন) পিছ, যাহার মূল্য আনুমানিক ১,৭৭,০০০/- (এক লক্ষ সাতাত্তর হাজার) টাকা, হেরোইন- ১৪ (চৌদ্দ) গ্রাম , যাহার আনুমানিক মূল্য- ৫৬,০০০/- (ছাপ্পান্ন হাজার) টাকা সহ ০১ জন আসামী সুমন আহমেদ (২১), পিতা-মোঃ আলী জিন্নাহ, সাং- খাজানগর, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।