কুষ্টিয়ায় র্যাবের অভিযানে হেরোইন সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
৭ আগস্ট ৪টায় মেহেরপুর জেলার গাংনী থানাধীন খাসমহল গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৭ আগস্ট ২০২৩ ইং তারিখ ০৩:৩০ ঘটিকার সময় ‘‘মেহেরপুর জেলার গাংনী থানাধীন খাসমহল গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১১ গ্রাম হেরোইন যাহার মূল্য আনুমানিক ১,১০,০০০/-(এক লক্ষ দশ হাজার) টাকা সহ ০১ জন আসামি মোঃ সামের আলী (৫০), পিতা-মৃত ফজল শেখ, সাং-খাসমহল, থানা-গাংনী, জেলা-মেহেরপুর’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ আগস্ট ২০২৩