কুষ্টিয়ায় ১০ কেজি গাঁজাসহ রুপালী বেগম (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১২ টার দিকে কোর্ট ষ্টেশন রোডের বারো শরীফ দরবার এলাকা থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশ। আটকৃত রুপালী বেগম দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার জমির মালিথার স্ত্রী।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁন জানান, রুপালী বেগম টেপ দিয়ে মোড়ানো চার প্যাকেট গাঁজা একটি ব্যাগের মধ্যে নিয়ে দৌলতপুর থেকে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌকস পুলিশ এস আই সুফল সরকার নেতৃত্বে এস আই সেলিম, এস আই জিন্নাহসহ কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম তাকে হাতেনাতে চারটি প্যাকেটে থাকা ১০ কেজি গাঁজাসহ আটক করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওসি দেলোয়ার হোসেন খাঁন আরো জানান, এই মাদক কারবারের সাথে আরো কেউ জড়িত আছে কি না এ বিষয়ে তদন্ত চলছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২২ মার্চ ২০২৩

Discussion about this post