Print Date & Time : 21 April 2025 Monday 6:46 pm

কুষ্টিয়ায় ২ জন ইয়াবা সহ গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা সহ ০২ জন গ্রেফতার করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারি সোমবার রাত ১০ টায় কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন তারাগুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ১০:৩০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন তারাগুনিয়া বাজার এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৯ পিস ইয়াবা, যাহার আনুমানিক মূল্য ৪৪,৫০০/- (চুয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা সহ ০২ জন আসামি ১) মোঃ নিজাম উদ্দিন (৪৮), পিতা-মৃত মুসা মোল্লা, সাং-তারাগুনিয়া এবং ২) মোঃ রাজন কবির (৪১), পিতা-মৃত আহমেদ হোসেন, সাং-ইসলামপুর, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে।

পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদেরকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৪ ফেব্রুয়ারী ২০২৩