কুষ্টিয়ায় কুষ্টিয়ায় ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর )কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া কানাবিলের মোড় এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন: ১.মোঃ রঞ্জু জোয়াদ্দার (৩৫), তিনি কুষ্টিয়া সদর উপজেলার জগনাথপুর চকরাজাপুর এলাকার মোঃ জোয়াদ্দার এর ছেলে। ২. মোছাঃ রিকতা (৩০), তিনি কক্সবাজার দক্ষিণ রমাছড়িয়া এলাকার মোঃ সাইফুল ইসলাম এর স্ত্রী।
পুলিশ সূত্র জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব এ এইচ এম আব্দুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এ্যান্ড অপস) জনাব পলাশ কান্তি নাথ এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স কুষ্টিয়া মডেল থানাধীন জুগিয়া কানাবিলের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬০ (তিনশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করে পুলিশ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post