Print Date & Time : 6 July 2025 Sunday 8:02 pm

কুষ্টিয়ায় ৪দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন সমাবেশ

কুষ্টিয়ায় ৪দফা দাবিতে মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস এর শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অনির্দিষ্টকালের ক্লাশ বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন ও সমাবেশ করেছে।

বুধবার বেলা ১১টায় শহরের প্রধান সড়কস্থ প্রেসক্লাব ও পাবলিক লাইব্রেরীর সামনে সড়ক অবরোধসহ ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে নেতৃবৃন্ধ বলেন- অবিলম্বে ইন্টার্নশীপ বাতিলসহ প্রনীত নতুন কোর্স কারিকুলাম বাতিল, প্রহসনের এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টিসহ নিয়োগদান এবং বঙ্গবন্ধুর প বার্ষিক পরিকল্পনায় নির্দেশিত উচ্চশিক্ষার সুযোগদান করতে হবে। অন্যথায় দেশব্যাপী চলমান ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনে আরও কঠোর কর্মসূচী গ্রহন করা হবে জানায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থী রুবেল হোসেন বলেন, ‘পূর্বের ন্যায় ইন্টার্ণশীপ বহাল রেখে নিয়োগ বিধি সংশোধন করে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। সদ্য স্বাধীন দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই সেদিন বঙ্গবন্ধু এই সহকারী স্বাস্থ্যশিক্ষা প্রনয়ন এবং এখান তেকে কোর্স শেষে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা দিয়ে আসছে আমাদের ভাইয়েরা। অথচ আজ আমাদের এই শিক্ষাকে সংকোচন করে উচ্চশিক্ষা থেকে বি ত করছে আমাদের।

শিক্ষার্থী উর্মি আকতার বলেন, ‘দ্রæত এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল বোর্ড বিধি প্রনয়নসহ শিক্ষা শেষে আমাদের কর্মক্ষেত্র সৃষ্টির ব্যবস্থাসহ আমাদের ৪দফা দাবির বাস্তবায়ন করতে হবে’।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ আগষ্ট ২০২৩