Print Date & Time : 20 April 2025 Sunday 8:43 pm

কুষ্টিয়ায় ৫ম বর্ষে দেশ রূপান্তর

দেশের প্রথম সারির জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’র ৫ম বর্ষে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয় কুষ্টিয়ায়।

রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলীর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। আলোচনা শেষে কেক কাটা হয়।

এসময় অতিথি ছিলেন বিশিষ্ট লেখক গবেষক ও কবি বাংলাদেশ বার্তার প্রকাশক সম্পাদক আবদুর রশীদ চৌধুরী, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক অজয় মৈত্র, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা কারশেদ আলম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সহসভাপতি নরুন্নবী বাবু, গোলাম মওলা, যুগ্ম সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, লিটন-উজ-জামান, আব্দুর রাজ্জাক, ইব্রাহিম হোসেন মিরাজ, জহুরুল ইসলাম, নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, রবিউল ইসলাম দোলন, জাহিদ হাসানসহ ক্লাবের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১২ মার্চ ২০২৩