Print Date & Time : 22 April 2025 Tuesday 11:26 pm

কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ শে সেপ্টেম্বর, ২০২৩ ইং দুপুর ২ টায় কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নিচতলায় হল রুমে সমিতির প্রায় দুই তৃতীয়াংশ আইনজীবীর উপস্থিতিতে বিগত ৬ মাস (৫.০৩.২০২৩ – ৩১.০৮.২০২৩) এর আয় ব্যয়ের হিসাব ও অডিট রিপোর্ট উপস্থাপন এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম দুলাল সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. শেখ মুহাম্মদ আবু সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবীগণ। এছাড়াও ২০২২-২৩ নির্বাহী পরিষদ কতৃক উন্নয়ন কর্মকান্ডগুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হাসান রাজ্জাক রাজু। উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাড. মো: তানজিলুর রহমান এনাম, সহ সভাপতি অ্যাড. মনোয়ার হোসেন মুকুল, কোষাধ্যক্ষ অ্যাড. এস. এম. শাতিল মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক ও আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের সিনিয়র সদস্য অ্যাড. সোহেলী পারভীন ঝুমুর, সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. আব্দুস সাত্তার শাহেদ, দপ্তর সম্পাদক অ্যাড. আবদুল্লাহ আল মামুন মোহন, সিনিয়র সদস্য অ্যাড. আকতারুজ্জামান আকতার, অ্যাড. রাজীব আহমেদ রঞ্জু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. নিজাম উদ্দিন, অ্যাড. আবু আজম, জুনিয়র সদস্য অ্যাড. মো: আব্দুর রাজ্জাক, অ্যাড. মো: উজ্জ্বল হোসেন, অ্যাড. মোকাদ্দেস আলী, আইনজীবী সুরক্ষা আন্দোলন কুষ্টিয়া বার ইউনিটের যুগ্ম আহবায়ক অ্যাড. জমিরন খাতুন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ সেপ্টেম্বর ২০২৩