আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের কুষ্টিয়া এপেক্স ক্লাব কুষ্টিয়ার ৪৪ তম এজিএম অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ নভেম্বর) মেহেরজান চাইনিজ রেষ্টুরেন্টে এজিএম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি-০৬ এপে. রুহুল কুদ্দুস কচি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজি-৬ এর ২০২৩ সালের জন্য নির্বাচিত এপে. আফসানা আক্তার শিউলি, আইপি ডিজি এসে. এ্যাড. নজরুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন ক্লাবের অতীত প্রেসিডেন্ট এপে. নূরুন্নবী বাবু। পরবর্তী সেশন ক্লাবের অতীত সেক্রেটারি এন্ড ডিনার ডিরেক্টর এপে. ফরহাদ হাসান সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া এপেক্স ক্লাব এর পালাবদল কমিটিতে প্রেসিডেন্ট হিসাবে এপে. ফরহাদ হাসান সুমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. তাহমিনা খাতুন,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. অঞ্জন কৃষ্ণের শীল শুভ, আইপিপি এন্ড এক্সপ্যানশন ডিরেক্টর নূরুন্নবী বাবু, সেক্রেটারি এন্ড ডিনার ডিরেক্টর শাহারিয়া ইমন রুবেল, ট্রেজারার আব্দুস সালাম, সার্ভিস ডিরেক্টর রাসেল পারভেজ, মেম্বার এন্ড এ্যাটেনডেন্স ডিরেক্টর মিরাজুল ইসলাম, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন মেম্বার খন্দকার সোহেল টানু, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর খান ইয়াসির আরাফাত রিপন, সার্জেন্ট এ্যাট আর্মস সালিম খান শপথ গ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার ফ্লোর মেম্বার এপে. নিলুফা ইয়াসমিন নাসরিন, এপে. সাইদুল ইসলাম রুবেল, এপে. হেলাল মজুমদার, এপে. মাহাফুজ্জামান তিতাস, এপে. মীর আল আরেফিন বাবু প্রমূখ।
অনুষ্ঠানে ২০২২ সেশনের “কুষ্টিয়া এপেক্স ক্লাব” কুষ্টিয়ার নতুন বোর্ডকে শপথ পাঠ করান ডিজি-০৬ এপে. রুহুল কুদ্দুস কচি।

Discussion about this post