নিজস্ব প্রতিবেদক॥ কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় গোরস্থান দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৪৪৩ হিজরী ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল ও এক ইসলামীক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে মাদ্রাসার সকল ছাত্রদের নিয়ে সীরাত শীর্ষক আলোচনা ও প্রশিক্ষণ মূলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক হাসান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ হাবীবুল্লাহ ফারূকী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার শিক্ষক মুফতি হাবীবুর রহমান, মুফতি আবু আফফান ও ক্বারী হাবীবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসার সহ-সভাপতি মোঃ মোমেছুর রহমান।
প্রশিক্ষণ মূলক প্রতিযোগিতার মধ্যে কেরাত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন, মোঃ আহসান হাবীব, মোঃ আত্হার মাসুম গৌরব, মোঃ সিয়াম, মোঃ সাদিত, মোঃ হাসান, মোঃ নাঈম, মোঃ মাহমুদ, মোঃ মনির ও আব্দুল্লাহ। বক্তৃতায় অংশ গ্রহণ করেন, মোঃ শাহরিয়া ইসলাম নভো, মোঃ সাঈদ, মোঃ মাহমুদ, মোঃ মনির ও নাঈম। গজলে অংশ গ্রহণ করেন, মোঃ আতাহার ইসতিয়াক রিয়াদ, মোঃ আসিফ, মোঃ মাহমুদ, মোঃ মনির, নাঈম, মোঃ সিয়াম, মোঃ শাহরিয়া ইসলাম নভো ও নাঈম (ছোট)। আযান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন, মোঃ রাব্বি, মোঃ আত্হার মাসুম গৌরব, মোঃ সাদিত, মোঃ নাঈম (বড়), মোঃ সিয়াম ও মোঃ মাহমুদ। বিভিন্ন অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক হাসান ও প্রধান বক্তা কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ হাবীবুল্লাহ ফারূকী। সমাপনী বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ। সকল অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবির রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ হাবীবুল্লাহ ফারূকী।

Discussion about this post