নিজস্ব প্রতিবেক : দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২১- ২০২৩ নির্বাচনে জয়যুক্ত হওয়া পরিচালনা পরিষদের পরিচালকদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ১২ ই সেপ্টেম্বর রাত ৯ টার সময় কুষ্টিয়া শহরের রকসী গলিতে অবস্থিত সদর পুলিশ ফাড়ির নির্মানাধীন ভবনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালকদের ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য বৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন মোয়াজ্জেম,দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এস এম আলমগীর হোসেন আলম,প্রকৌশলী সাইফুল আলম মারুফ,খন্দকার জিহাদুল হক,জাহিদুর রানা সোহাগ, খন্দকার ইকবাল মাহমুদ,আব্দুল কাদের জুয়েল,মোঃ মেজবার রহমান,জাকিরুল ইসলাম বাচ্চু। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শেখ কৌশিক আহম্মেদ,সময় টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস এম রাশেদ, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলামিন কানাই, ডিস ব্যবসায়ী গাফফার মোস্তাক শাহীন,বিশিষ্ট ঠিকাদার রবিউল হক,মা এ্যালমুনিয়ামের প্রোপাইটার কুরবান আলী, মা ডেকোরেটর প্রোপাইটার রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে ছিলেন আড়ুয়াপাড়া জিমনাস্টিক ক্লাবের সহ-সভাপতি এস এম মেহেদী হাসান ম্যাক।

Print Date & Time : 28 July 2025 Monday 7:23 pm