Print Date & Time : 2 July 2025 Wednesday 12:23 am

কুষ্টিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিসের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিস হ্যানোলাক্স গ্রুপে বিনিয়োগকৃত ১কোটি ২৬ লাখ টাকা দীর্ঘদিন ফেরত না পেয়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর তার শরীরের আগুন নিভিয়ে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শঙ্কটাপূর্ণ অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৫ জুলাই) সকাল সোয়া ছয়টার দিকে তিনি মারা যান।

এর আগে গত ৩১ মে ২০ ২২ তারিখে গাজী আনিস তার ফেসবুক পেজে হ্যানোলাক্স গ্রুপের মালিক কর্তৃক প্রতারিত হওয়ার বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//