Print Date & Time : 5 August 2025 Tuesday 11:06 am

কুষ্টিয়া জেলায় ৩২ হাজার ৯শত কম্বল বরাদ্ধ

বকুল চৌধূরীঃ কুষ্টিয়া জেলায় ২০২১সালে শীতার্ত জন্য মাননীয় প্রধান মন্ত্রীর ত্রান ভান্ডার হতে ৩২ হাজার ৯ শ টি কম্বল বরাদ্দ দোওয়া হয়েছে। বরাদ্দকৃত কম্বল যা জেলা প্রশাসন গ্রহণ করেন। বরাদ্দ কৃত কম্বল বিভাজন করে বন্টনের জন্য ইতি মধ্যে কুষ্টিয়া জেলায় ৬ টি উপজেলায় বিভাজন করা হয়েছে। এর মধ্য দোলোত পুর উপজেলায় ৬ হাজার ৫শ ৮০ টি, ভেড়ামাড়া উপজেলায় ৩হাজার ২শ ৯০টি, মিরপুর উপজেলায় ৬হাজার ৫শ ৮০টি, কুষ্টিয়া সদর উপজেলায় ৬হাজার ১শ ১০টি, কুমারখালী উপজেলায় ৬হাজার ৬শ ৪০টি, খোকসা উপজেলায় ৪হাজার ৭শ টি।প্রতি ইউনিয়নে ৪ শ ৭০ টি ও ৫টি পৌরসভার প্রতিটি পৌরসভায় ৪৭০ টি করে কম্বল বন্টন করা হয়েছে যা ইতি মধ্যে হত দরিদ্র শীতার্তদের মধ্যে বিতরণ করা হবে ।