নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতি ২০২২-২৩ মেয়াদে নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৬ মার্চ দুপুরে জেলা আইনজীবি সমিতির নতুন ভবনে অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির আয়োজনে দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি সিনিয়র আইনজীবি নুরুল ইসলাম দুলাল, সাধারন সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু, এ্যাড. শেখ আজিজুর রহমান, এ্যাড. মির্জা লোকমান হোসেন বেগ, এ্যাড. সামশুল আলম শাম, এ্যাড. শুভ্রত চক্রবতী, এ্যাড. মো: ছানোয়ার হোসেন, এ্যাড. আব্দুল খালেক (২), এ্যাড. মো: নিয়ামত উল্লাহ, এ্যাড. সৈয়দ আশরাফুল হক, এ্যাড. মো: আশরাফ হোসেন, এ্যাড. মেহেদী হাসান সিদ্দীকি, সামস তামিম মুফতি, এ্যাড. আনোয়ারুল হক নান্টু, এ্যাড. মো: সামছুম্মান, এ্যাড. আকরাম হোসেন দুলাল, এ্যাড. নিজামুল হক চুন্ন, এ্যাড. দেওয়ান সরোয়ার হোেিসন , এ্যাড. আহসান উল্লাহ, এ্যাড. মতিন খন্দকার, এ্যাড. জয়নাল আবেদিন, এ্যাড. কে এন ওয়াজেদুল ইসলাম চাঁদ। এছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের আইনজীবি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক দেশতথ্য//এল//