
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম দুলাল ও এ্যাডঃ খ.ম আরিফুল ইসলাম রিপনকে মামলা থেকে হইতে অব্যাহতি দিয়েছেন কুষ্টিয়ার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ তাদের বিরুদ্ধে একটি মামলা করেছিল। বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আবু তাহের আনিত মামলা হতে গত ০২/০৬/২০২২ ইং তারিখে তাদের অব্যাহতি প্রদান করেন। মামলা নং-৬৫, জি আর নং- ৪৭১/২০১৯।
মামলা সুত্রে জানা যায়, গত ইং ৩০/১০/২০১৯ তারিখে ২০১৮-২০১৯ অর্থ বছরের ঘটনা উল্লেখ করে তৎকালীন সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ আবু সাঈদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেন, যার থানার মামলা নং-৬৫, জি আর নং- ৪৭১/২০১৯।
বিবাদী পক্ষ বলছে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বাদী এ্যাডঃ শেখ আবু সাঈদের সাথে মিলে বিজ্ঞ আদালতে একটি মিথ্যা বানোয়াট এবং সৃজিত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। বাদী শেখ আবু সাঈদ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তি হয়ে, সম্পূর্ণ হয়রানী করার উদ্দেশ্যে এ্যাডঃ নুরুল ইসলাম দুলাল বাংলাদেশ বার কাউন্সিল এবং কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র লংঘন করে সম্পূর্ণ বিধিবর্হিতভাবে এ্যাডঃ নুরুল ইসলাম দুলালকে অন্যায়ভাবে অসৎ উদ্দেশ্যে ২৭/১১/২০১৯ তারিখে আইনজীবী সমিতি হইতে আজীবন বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করেন। সিদ্ধান্তের বিরুদ্ধে এ্যাডঃ নুরুল ইসলাম দুলাল কুষ্টিয়ার বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে একটি নিষেধাজ্ঞার মামলা আনয়ন করেন। উক্ত আদেশের বিরুদ্ধে এ্যাডঃ নুরুল ইসলাম দুলালদ্বয় মহামান্য হাইকোর্ট ডিভিশনে দায়ের করিলে তাহার বিরুদ্ধে আজীবন বহিস্কারের আদেশ স্থগিত করেন।
উক্ত মহামান্য হাইকোর্ট ডিভিশনের আদেশের বিরুদ্ধে বাদী শেখ আবু সাঈদ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি লিভ টু আপিল দায়ের করিলে আপিল বিভাগ উভয় পক্ষের শুনানী অন্তে তাহা ডিসমিস আদেশ প্রদান করেন। পরবর্তীতে উক্ত মামলার বিচারিক বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিঃ আদালত এ্যাডঃ নুরুল ইসলাম দুলালদ্বয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
উক্ত আদেশের বিরুদ্ধে এ্যাডঃ নুরুল ইসলাম দুলালদ্বয় কুষ্টিয়ার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে ফৌঃ রিভিশন দায়ের করিলে ইং ০২/০৬/২০২২ তারিখে উভয় পক্ষের আইনজীবীগনের দীর্ঘ শুনানী অন্তে বাদীর আনীত মিথ্যা এবং সৃজিত দায়রকৃত মামলায় অভিযোগ গঠনের মত কোন উপাদান না থাকায় এ্যাডঃ নুরুল ইসলাম দুলালদ্বয়ের রিভিশন মোকদম্মাটি মঞ্জুর করে মামলা হইতে অব্যাহতির আদেশ প্রদান করেন।
দৈনিক দেশতথ্য//এল//