সংবাদ বিজ্ঞপ্তি : শোকাবহ আগষ্ট উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী এক বিবৃতিতে রক্তেভেজা আগষ্ট মাসের শোক গাঁথা তুলে ধরেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শোকাবহ আগস্ট মাস শুর“। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আগস্টের কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিনী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। এরই ধারাবাহিকতায় ঘাতক চক্র ২০০৪ সালের জামায়াত বিএনপি সরকার এই আগষ্ট মাসেই ২১ আগস্ট গ্রেনেড ছুঁড়ে হত্যার চেষ্টা হয়েছিল জাতির জনকের কন্যা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এই ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল¬ুর রহমানের সহধর্মিনী, আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং পাঁচ শতাধিক নেতা-কর্মী আহত হন।
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী শোকাবহ আগষ্ট মাসে মাসব্যাপী কর্মসূচী ঘোষনা করেছেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও আগস্টের পালনীয় দিবসগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগ নিম্নোক্ত কর্মসূচিসমূহ গ্রহণ করেছে। ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন, ১৫ আগস্টের আলোচনা সভা, সারাদেশে সকল মসজিদে দোয়া-মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং অসহায়-এতিম-দুঃ¯’দের মাঝে খাবার বিতরণ, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস এবং ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস পালন।
সাংগঠনিক ইউনিট গুলোর সাথে সমন্বয় পূর্বক উক্ত কর্মসূচি সমুহ যথাযথভাবে স্বা¯’্য সুরক্ষা বিধি মেনে পালনের জন্য কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান এবং সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বিনীত অনুরোধ জানিয়েছেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](https://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post