নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয় । গতকাল বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। বক্তব্য রাখেন এ্যাডঃ আসম আখতারুজ্জামান মাসুম, তাইজাল আলী খান, খন্দকার ইকবাল মাহমুদ, হাবিবুল হক পুলক, এ্যাডঃ হাসানুল আসকার হাসু, রাশেদুল ইসলাম বিপ্লব, মমিনুর রহমান মমিজ। সভাপতির বক্তব্যে
আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ছিলেন
স্বাধীনতার প্রেরণা শক্তি। সারাজীবন বঙ্গবন্ধুর সাথে থেকে তিনি বাঙালির
আন্দোলন সংগ্রামের প্রেরনা জুগিয়েছেন। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর সাথে ছিলেন। বাংলা এবং বাঙালির অধিকার আদায়ের লড়াই বঙ্গমাতা বঙ্গবন্ধুকে কারাগারে সঠিক তথ্য ও বাঙালির বার্তা পৌঁছাতেন। সেই মোতাবেক বন্দি জীবনে বঙ্গবন্ধু সঠিক সিদ্ধান্ত নিতেন।

Print Date & Time : 3 August 2025 Sunday 9:05 am